বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ফয়জুর রহমান (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার দক্ষিণ মিরেরচর গ্রামের হাজী মোজাহিদ আলীর পুত্র। বুধবার দুপুরে বিশ্বনাথ-হাবড়া বাজার সড়কের গোয়ালগাঁও গ্রামস্থ গণি মিয়ার মার্কেটের কাছে চড়চন্ডি নদীর তীরে মৃত দেহটি দেখে স্থানীয় জনতা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এব্যাপারে নিহত ফয়জুলের ভাই মুহিবুল ইসলাম বাদী হয়ে বুধবার দুপুরে বিশ্বনাথ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। মামলা নং ১৬/১৭ইং।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফয়জুল দীর্ঘদিন ধরে মৃরগি রোগে ভোগ ছিলেন। গত মঙ্গলবার বিকেল থেকে পরিবারের লোকজন তাকে খোঁজে পাচ্ছিলেন না। বুধবার সকালে বাড়ির কাছে যুবকের লাশ পড়ে আছে শুনতে পেরে ফয়জুলের পরিবারের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে। পুলিশের উপস্থিতে ফয়জুলকে চিহ্নিত করেন পরিবারের লোকজন।
নিহতের ভাই রিয়াজুল ইসলাম বলেন, আমার ভাই মৃরগি রোগে আক্রান্ত ছিল। তাকে আমরা মঙ্গলবার বিকেল থেকে খুঁজে পাচ্ছিলাম না। আমাদের ধারণা হঠাৎ করে রোগ (মৃরগি) উঠার কারণে সড়কের পাশের গাছের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেছে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে জানিয়ে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ দুলাল আখন্দ বলেন, পোস্টমর্ডাম শেষে রিপোর্ট আসার পর মুত্যৃর সঠিক কারণ জানা যাবে। তবে শুনেছি সে (ফয়জুল) দীর্ঘদিন ধরে মৃরগি রোগে আক্রান্ত ছিল। এব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2znGaZU
November 01, 2017 at 04:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন