বকেয়া কাজ দ্রুত শেষের নির্দেশ মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ি, ২২ নভেম্বর শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার, আলিপুদুয়ার, জলপাইগুড়ি- এই তিন জেলার কাজে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের আগে কাজগুলি শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি তিনটি জেলায় ১০০ দিনের কাজ নিয়ে প্রশাসনিক কর্তাদের তোপ দাগেন। কন্যাশ্রী প্রকল্প, বাংলা গ্রামীণ সড়ক যোজনা, স্কিল ডেফলপমেন্ট নিয়েও তিন জেলার কাজেই অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

এছাড়া তিন জেলার পাশাপাশি শিলিগুড়িতে বর্ধমান রোডে নতুন আরওবি তৈরির সিদ্ধান্তের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরসঙ্গে ঘোষপুকুর থেকে শালুগাড়ি পরিযন্ত ৩১ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ৬০০ কোটি টাকার প্রোজেক্ট রিপোর্ট তৈরির সিদ্ধান্তও এদিন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। তিস্তা প্রকল্পের কাজ নিয়ে কিছু অভিযোগ উঠেছে বলেও মুখ্যমন্ত্রী আধিকারিকদের জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, জলপাইগুড়ি, আালিপুরদুয়ার এবং কোচবিহারের পদস্থ সরকারি আধিকারিকরা। জেলাশাসক, পুলিশ সুপার, সিএমওএইচরা ছাড়াও ছিলেন পুরসভাগুলির চেয়ারম্যানরাও।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jeN3SH

November 22, 2017 at 09:49PM
22 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top