চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি এলাকা থেকে অপহরণের শিকার দু’ শিশুকে পুলিশ সোমবার দিনাজপুর থেকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া দু’ শিশু হচ্ছে, নামোশংকরবাটি সর্দার পাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র সায়েম (১১) ও দক্ষিণ চরাগ্রামের শীষ মোহাম্মদের ছেলে ইমন (১২)।
অপহরণের শিকার দু’ পরিবার জানিয়েছে, স্থানীয় ভোলা নামের একব্যক্তি সায়েম ও ইমনকে শনিবার পিকনিক খাওয়ার নাম করে মহানন্দা নদীর শেখ হাসিনা সেতু এলাকায় নিয়ে যায়। সেখান থেকেই সংঘবদ্ধ অপহরণকারী চক্র তাদেরকে অপহরণ করে। এ ঘটনায় অপহরণের শিকার সায়েম ও ইমনের পরিবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, শিশু দু’টির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রথমে রাজশাহী তানোরে অভিযান চালায়। পরে সন্দেহভাজন এক ব্যক্তি ও তথ্য প্রযুক্তির সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশের একটি টিম তাদেরকে দিনাজপুর থেকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া দু’ শিশুকে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে আসা হচ্ছে। ঘটনা তদন্ত করে অপহরণকারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১১-১৭
অপহরণের শিকার দু’ পরিবার জানিয়েছে, স্থানীয় ভোলা নামের একব্যক্তি সায়েম ও ইমনকে শনিবার পিকনিক খাওয়ার নাম করে মহানন্দা নদীর শেখ হাসিনা সেতু এলাকায় নিয়ে যায়। সেখান থেকেই সংঘবদ্ধ অপহরণকারী চক্র তাদেরকে অপহরণ করে। এ ঘটনায় অপহরণের শিকার সায়েম ও ইমনের পরিবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, শিশু দু’টির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রথমে রাজশাহী তানোরে অভিযান চালায়। পরে সন্দেহভাজন এক ব্যক্তি ও তথ্য প্রযুক্তির সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশের একটি টিম তাদেরকে দিনাজপুর থেকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া দু’ শিশুকে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে আসা হচ্ছে। ঘটনা তদন্ত করে অপহরণকারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১১-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2mIDnou
November 20, 2017 at 04:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.