শেষ বিশ্বকাপের বাছাইপর্ব, ১ ডিসেম্বর বিশ্বকাপের ড্র

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ শেষ হয়েছে ২০১৮ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব। স্বাগতিক রাশিয়াসহ মোট ৩২টি দল অংশ নিচ্ছে ফুটবল বিশ্বকাপে। ১ ডিসেম্বর রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হবে ২০১৮ ফিফা বিশ্বকাপের ড্র। রাশিয়া বিশ্বকাপে কোন ৩২ দেশ খেলবে তা ঠিক হয়ে গেল বুধবার রাতে। একটা জায়গাই খালি ছিল। প্লে-অফ জিতে পেরু চলে গেল বিশ্বকাপে।

লম্বা লড়াইয়ের পর এক এক করে রাশিয়ার টিকিট জিতে নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এবারের বিশ্বকাপে যেমন অঘটন ঘটতে দেননি লিওনেল মেসি। শেষ মুহূর্তে জ্বলে উঠে নিজের দলকে বিশ্বকাপের টিকিট পাইয়ে দিয়েছেন। অন্যদিকে সবচেয়ে বড় অঘটন ঘটেছে ইতালির বিদায়ে। বিশ্বচ্যাম্পিয়ন দল ৬০ বছর বাদে নেই বিশ্বকাপে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন দল যাচ্ছে ২০১৮ বিশ্বকাপে।

ইউরোপের থেকে যাচ্ছে ১৪ টি দেশ। আয়োজক রাশিয়া সরাসরি টিকিট পেয়েছে, বাকি ১৩ টি দেশ উঠে এসেছে হাড্ডহাড্ডি লড়াই করে। ইউরোপীয় গ্রুপ থেকে বেলজিয়াম ,জার্মানি, ফ্রান্স, পর্তুগালের মত হেভিওয়েটরা তো গেছেই। পাশাপাশি জায়গা করে নিয়েছে তথাকথিত বড় পাওয়ার হাউসের তকমা না পাওয়া সার্বিয়া, ডেনমার্করা।

লাতিন আমেরিকা গ্রুপে সব হেভিওয়েটরাই জায়গা করে নিয়েছে। ব্রাজিল যেমন সহজে পৌঁছে গেছে তেমনি আর্জেন্টানেক কষ্টে টিকিট পেতে হয়েছে। এই গ্রুপেই শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে পেরু।

মধ্য আমেরিকা থেকে জায়গা পেয়েছে তিনটি দল মেক্সিকো, কোস্টারিকা, পানামা। আফ্রিকা এবং এশিয়া থেকে পাঁচটি করে দেশ পেয়েছে রাশিয়ার টিকিট।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hKw8dT

November 17, 2017 at 03:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top