মুম্বাই, ০৭ নভেম্বর- বলিউডের বেবি ডল হিসেবে পরিচিত বলিউড তারকা সানি লিওন। তবে ধারণা করা হচ্ছে সানির এ খেতাবটি সানি নিজেই মুছে দিবেন। কারণ খুব শিগগিরই নতুন রূপে নিজের ঝলক দেখাতে আসছেন এ তারকা। আর এ ঝলকের নাম হবে বার্বি গার্ল। জানা গেছে, সানি লিওন ও আরবাজ খান অভিনীত ছবি তেরে ইনতেজার মুক্তির অপেক্ষায় রয়েছে। মাসখানেক আগেই মুক্তি পেয়েছিল ছবিটির ট্রেলার। সেটি বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। তবে সোমবার ইউটিউবে প্রকাশ করা হলো ছবিটির একটি গানের টিজার। ৩৫ সেকেন্ডের সেই গানের টিজারটি বেশ ঝড় তুলেছে টিনেজ দর্শকদের কাছে। সেক্সি বার্বি গার্ল শিরোনামে গানটিতে সানিকে দেখা গিয়েছে একদম চমক জাগানিয়া সাজে। সম্পূর্ণ গানটিও প্রকাশ করা হবে দ্রুত। ছবিটি মুক্তি পাবে ২৪ নভেম্বর। এমএ/০৪:৩৪/০৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yDeyjo
November 07, 2017 at 10:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top