অনূর্ধ্ব-১৯ এএফসি চ্যাম্পিয়নশিপে জয়ের লক্ষ্যে ভারতীয় দল

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ সৌদি আরবের বিরুদ্ধে বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াবে ভারতীয় দল, আশাবাদী মাতোস। ২৪ ঘণ্টা আগে অনূর্ধ্ব-১৯ এএফসি চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে ০-৫ হারে ভারতীয় দল। আজ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইয়েমেন। সৌদি আরবের বিরুদ্ধে হারের কারণও ব্যাখ্যা করছেন কোচ মাতোস। তিনি বলেছেন, ‘আগের ম্যাচে মাঝমাঠের নিয়ন্ত্রণ আমরা নিতে পারিনি। ইয়েমেনের বিরুদ্ধে এই ভুলের পুনরাবৃত্তি করা চলবে না।’ প্রথম ম্যাচে ৫ গোলে হারের ধাক্কা রহিম আলিরা কাটিয়ে উঠেছে বলেও দাবি করলেন মাতোস।

কী ভাবে ঘুরে দাড়ানো সম্ভব তার ব্যাখ্যাও দিয়েছেন জাতীয় কোচ। মাতোস বলেছেন, ‘ভারতীয় ফুটবল এই মুহূর্তে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, আগের ম্যাচের ভুলভ্রান্তি দ্রুত শুধরে নেওয়া। আমরা সামনের দিকে তাকাতে চাই।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2h7gCVy

November 06, 2017 at 05:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top