প্রস্তুতি ম্যাচে  নাইজেরিয়ার কাছে হেরে গেল আর্জেন্টিনা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিপর্বে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে ৪-২ গোলে নাইজেরিয়ার কাছে হেরে গেল সাম্পাওলির দল।

গোলরক্ষক ড্যানিয়েল আকপেয়ির ভুলের সুযোগ কাজে লাগিয়ে ২৭ মিনিটে দলকে এগিয়ে দেন এভার বানেগা। এগিয়ে যাওয়ার পর আক্রমণাত্মক হয়ে ওঠা আর্জেন্টিনা ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। পাভোনের ক্রস থেকে গোলটি করেন আগুয়েরো। ৪৪তম মিনিটে চমৎকার ফ্রি-কিকে ব্যবধান কমান লেস্টার সিটির ফরোয়ার্ড ইহেনাচো। দ্বিতীয়ার্ধে ২ মিনিটের ব্যবধানে ২ বার বল জালে পাঠিয়ে এগিয়ে যায় নাইজেরিয়া। ৫২ মিনিটে ইহেনাচোর পাস পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন দলের ফরোয়ার্ড আইওবি। একটু পরই ইহেনাচোর পাস পেয়ে ডি-বক্সে ঢুকে প্রথম সুযোগে নেওয়া শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই অর্ধের শুরুতে বদলি নামা ডিফেন্ডার ব্রায়ান আইডোয়ু।

৭৩তম মিনিটে আইওবির দ্বিতীয় গোলে আর্জেন্টিনার ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়। আহমেদ মুসার পাস ধরে মাসচেরানোকে কাটিয়ে জোরালো শটে বল জালে জড়ান আর্সেনালের এই ফরোয়ার্ড।

নাইজেরেরিয়ার বিপক্ষে এর আগে সাতবারের দেখায় একবারই হেরেছিল আর্জেন্টিনা। ২০১১ সালে ম্যাচটি ৪-১ গোলে জিতেছিল নাইজেরিয়া। বাকি ছয় ম্যাচের পাঁচটিতে জিতেছিল আর্জেন্টিনা, অন্যটি হয়েছিল ড্র।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ija2fD

November 15, 2017 at 05:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top