ওয়েব ডেস্ক, ৬ অক্টোবরঃ গত রবিবার আমেরিকার দক্ষিণ টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিং-এর একটি ছোট্ট কমিউনিটি চার্চে নৃশংসভাবে গুলি চালাল এক অজ্ঞাতপরিচয় আততায়ী। অন্তত ব্যপটিস্ট চার্চটিতে রবিবারের প্রার্থনায় আসা অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। ঘটনার বেশ কিছুক্ষণ পর সাদারল্যান্ড স্প্রিং থেকে অনেকটা দূরে ওই আততায়ীর দেহও পাওয়ায় যায়। কী কারণে সে এমন কাজ করেছে তা কেউই বুঝতে পারছেন না।
সান অ্যান্টোনিও থেকে ৩০ মাইল দক্ষিণে সাদারল্যান্ড স্প্রিং-এর মতো ছোট্ট শহরের বাসিন্দারা গোটা ঘটনায় বাগরুদ্ধ। তাঁরা জানিয়েছেন, বছর ২০-র এক যুবক কালো পোশাক পরে গুলি চালাতে চালাতে চার্চে ঢোকে। আশপাশের বাড়ির চত্বরেও কার্তুজ ছিটকে আসে। নিহতদের মধ্যে ৭৫ বছরের বৃদ্ধ থেকে ৫ বছরের শিশু সকলেই আছে।
ছবি-সাদারল্যান্ড স্প্রিং-এর ফার্স্ট ব্যাপটিস্ট চার্চ। সংগৃহীত চিত্র
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2y6oqxE
November 06, 2017 at 09:55AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন