সিলেট, ০৪ নভেম্বর- বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরের প্রথম দিন বর্তমান চ্যাম্পিয়ন্স ঢাকা ডায়ানামাইটসের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে সিলেট সিক্সার্স। শনিবার (৪ নভেম্বর) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান করা ঢাকা সিলেটের দুই অপেনার উপল থারাঙ্গা ও ফ্লেচারের সামনে পাত্তাই পায়নি। দুই উদ্বোধনী ব্যাটসম্যান মিলে শতরানের পার্টনারশিপ গড়ে দলকে সহজ জয় এনে দেন। দলীয় ১২৫ রানের মাথায় ৫১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলে ইংলিশ স্পিনার আদিল রশিদের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান ফ্লেচার। এরপর সাব্বির রহমানকে নিয়ে দলকে ৯ উইকেটের বড় জয় এনে দেন লঙ্কান ওয়ানডে অধিনায়ক থারাঙ্গা। থারাঙ্গা ৪৮ বলে ৬৯ ও সাব্বির ২ রান নিয়ে অপরাজিত থাকেন। এর আগে ঢাকার পক্ষে সাঙ্গাকারা ৩২, এভিন লুইস ২৬, সাকিব আল হাসান ২৩, পোলার্ড ১১, মোসাদ্দেক হোসেন ৬, ক্যামেরন ডেলপোর্ট ২০ (অপরাজিত) ও আবু হায়দার (অপরাজিত) ৭ রান করেন। সিলেটের হয়ে অধিনায়ক নাসির হোসাইন, আবুল হাসান ও লিয়াম প্লাঙ্কেট ২টি করে উইকেট নেন। এর আগে বিপিএলের পঞ্চম আসরে কোন আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান ছিলো না। তবে ম্যাচ শুরুর আগে বেলুন উড়িয়ে বিপিএলের পঞ্চম আসরের উদ্বোধন করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। এসময় তিনি উদ্বোধনী ম্যাচের দুদলের খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব অংশ নেন। একই দিন সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টুনামেন্টে হট ফেবারিট রংপুর রাইডার্স ও গেলবারের রানার্স আপ রাজশাহী কিংস। সূত্র:ব্রেকিংনিউজ.কম.বিডি এমএ/০৭:০৯/০৪ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2y1hpOG
November 05, 2017 at 01:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top