প্রথম কলকাতা সফরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

কলকাতা, ২৮ নভেম্বরঃ রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম কলকাতা সফরে এলেন রামনাথ কোবিন্দ। আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাঁকে রাজ্য সরকারের তরফ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হচ্ছে। সেখানে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও মেয়র শোভন চট্টোপাধ্যায়। তার আগে রাষ্ট্রপতিকে কলকাতা বিমানবন্দরে সেনাবাহিনীর তরফ থেকে গার্ড অফ অনার জানানো হয়।

নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠান শেষে তিনি রাজভবনে যাবেন। সেখানে বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতাদের সঙ্গে মিলিত হবেন। বিকেলে রাজভবনে বিজ্ঞান-চেতনার এক অনুষ্ঠানে থাকবেন। রাত ৮টায় রাজভবনে রাষ্ট্রপতির সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে।

গত জুলাই মাসে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রামনাথ কোবিন্দ। এর পর তিনি বিভিন্ন রাজ্যে সফর করেছেন। তবে আসেননি পশ্চিমবঙ্গে।

রাষ্ট্রপতির এই সফর ঘিরে আগ্রহ বেড়েছে অনেকের মধ্যে। কারণ, রাষ্ট্রপতি নির্বাচনের সময় রামনাথ কোবিন্দের বিরোধিতা করতে সবচেয়ে বেশি সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি সম্পর্কে তিনি কী বলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AEKHYs

November 28, 2017 at 02:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top