ইন্দোর, ১৫ নভেম্বরঃ ইন্দোরের নাম বদলে ‘ইন্দুর’ করার প্রস্তাব পেশ হল। মধ্যপ্রদেশের আর্থিক কারবারের প্রাণকেন্দ্রের ‘ঐতিহাসিক তথ্যের’ কথা উল্লেখ করে ৭০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুধীর দেগে নতুন নামকরণের প্রস্তাবটি দিয়েছেন বলে জানান ইন্দোর পুরসভার চেয়ারম্যান অজয় সিংহ। তিনি বলেন, দেগেকে তাঁর প্রস্তাবের সমর্থনে ইতিহাসের সাক্ষ্য-প্রমাণ, দলিল-দস্তাবেজ দিতে বলা হয়েছে। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিলে তবেই আলোচনা করে এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এব্যাপারে দেগে বলেন, ইন্দ্রেশ্বর মহাদেব মন্দির ছিল বলে এই শহরের নাম অতীতে ইন্দুর ছিল। তবে ব্রিটিশদের ভুল উচ্চারণে ক্রমশ নাম বদলে সেটি ইন্দোর হয়ে যায়।
এমনকি ইন্দোর সাবেক হোলকার শাসকদের রাজধানী ছিল। একাধিক নথিপত্রেও উল্লেখ রয়েছে ‘ইন্দুর’ নামের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zZHbHH
November 15, 2017 at 05:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন