তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব, উত্তপ্ত রাসবিহারী মোড়

কলকাতা, ৮ নভেম্বরঃ নোটবাতিলের বর্ষপূর্তির দিনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়।

নোটবাতিলের বর্ষপূর্তি উপলক্ষে আজকের দিনটিকে কালো দিবস হিসেবে পালন করছে তৃণমূল-কংগ্রেস। পালটা বিজেপিও এদিন কালো টাকা বিরোধি দিবসের ডাক দিয়ে রাজপথে নামে। তৃণমূল এবং বিজেপি-র মিছিল দুটি রাসবিহারী মোড়ে পৌঁছতেই গণ্ডগোল বাধে। দু’পক্ষের স্লোগান-পালটা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তৃণমূলের অভিযোগ, বিজেপি সমর্থকরা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন। এর পরই দু’দলের মধ্যে হাতাহাতি শুরু হয়। এদিকে, তৃণমূলের বিরুদ্ধে মিছিলে হামলার অভিযোগ তোলেন বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jd68sd

November 08, 2017 at 05:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top