মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

এবছর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে বুধবার চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুর রহমান, এনএসআই’র উপ-পরিচালক আলহাজ্ব সামশুজ্জোহা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, শিক্ষাবিদ মার্জিনা হক, ড. প্রফেসর মাযহারুল ইসলাম তরু, পিপি এ্যাড. জবদুল হক, সদর উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ড. অধ্যাপক কেরামত আলী, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, জেলা প্রথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক রওশন আরা বেগম, মসিউল করিম বাবু, স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, জেলা ক্রীড়া অফিসার আকতারুজ্জামান রেজা তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌাফিকুল ইসলাম তোফা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ সাইদুর রহমান, সফিকুল আলম ভোতা।
সভায় বিজয় দিবসে গ্রহণ করা বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা এবং করনীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সভায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কো ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্ট্রার’ এ স্বীকৃতি পাওয়ায় আগামী ২৫ নভেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার বিষয়েও আলোচনা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১১-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2msw6sU

November 15, 2017 at 12:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top