নিজস্ব প্রতিবেদক:: সিলেট সিটি কর্পোরেশনের তিনটি গাড়ি গায়েব হয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। প্রতিবেদনে কয়েকজনের নামে ব্যবস্থা নেয়ার সুপারিশ রয়েছে বলেও জানা গেছে।
রোববার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে এই প্রতিবেদন দাখিল করা।
কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন আদালতে প্রতিবেদন জমা দেয়ার বিষয়টি সুরমা টাইমস কে নিশ্চিত করলেও বিস্তারিত বলতে রাজি হননি।
জানা যায়, সাম্প্রতি রহস্যজনকভাবে সিলেট সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয় থেকে তিনটি অকেজো গাড়ি গায়েব হয়ে যায়। বিষয়টি নিয়ে গত ২৪শে অক্টোবর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন সিটি কর্পোরেশনের পরিবহন শাখার উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) জাবেরুল ইসলাম। জিডি নং ১৯৪৯। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয় গাড়ি তিনটি ২৭শে সেপ্টেম্বর নিখোঁজ হয়েছে।
এর পর গত ২রা নভেম্বর আদালতের নির্দেশে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ ১৮ দিনের তদন্ত শেষে রবিবার বিকালে আদলতে পুর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে পুলিশ।
বিষয়টি নিয়ে জানতে জাইলে সংশ্লিষ্ট আদালতের নন জিআরও এসআই আহবাব বলেন, তদন্ত প্রতিবেদন আদালতে এসে পৌঁছেছে তবে সিএমএম স্যার ছুটিতে থাকায় এ বিষয়ে বিস্তারিত বলা এই মূহুর্তে সম্ভব হচ্ছে না।
প্রসঙ্গত, সিটি কর্পোরেশনের গাড়িগুলো নিখোঁজ হওয়ার পর সাধারণ মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়, একটি সরকারি প্রতিষ্টানে সর্বোচ্চ নিরাপত্তা থাকা সত্তেও কিভাবে গাড়িগুলো নিখোঁজ হয়? যারা কর্পোরেশনের সরকারি গাড়ির নিরাপত্তা দিতে পারেনা তারা সাধারণ জনগণের নিরাপত্তা কিভাবে দিবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তখন অভিযোগের তীর উঠে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানের বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনও করেন সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2A01F0l
November 20, 2017 at 08:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন