মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার-এ অন্তর্ভূক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামান্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জন সিলেটের বিশ্বনাথে উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও ভাষণ সম্প্রসারণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, চলচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্প্রসারণ করা হয়। আলোচনা সভা শেষে চলচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। তিনি বলেন, বাংলাদেশকে মানলে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে মানতে হবে। যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আমরা পেয়েছি মাতৃভাষা তাঁকে অবহেলা করে কিংবা কটুক্তি করে কেউ বাংলাদেশে বাস করতে পারবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুকে ‘অবহেলা কিংবা কটুক্তিকারী’দেরকে প্রতিহত করবেন।
দৌলতপুর ইউপির চেয়ারম্যান আমির আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল ওয়াহিদ, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার জামাল উদ্দিন। বঙ্গবন্ধুর ভাষণ পরিবেশন করে ক্ষুদে শিক্ষার্থী মিনহাজুল হক।
অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিত ধর রন, উপজেলা কৃষি কর্মকর্তা আলী নূর রহমান, শিক্ষক আবদুল আজিজ, নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সমছু মিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ সেবুল, প্রচার সম্পাদক নিখিল পাল, শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক ফজলু মিয়া, আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া, সুফি শামছুল ইসলাম, মহব্বত আলী, তফজ্জুল আলী, হাজী আরিফ উল্লাহ সিতাব, আবদুল আজিজ, আবুল কালাম জুয়েল, সাহিদুল ইসলাম, আবদুল মতিন, শাখাওয়াত হোসেন, জাফর ইকবাল জুনেদ, ইউপি মেম্বার রফিক হাসান, আবদুল জলিল ইরন মিয়া, ছুরাব আলী, জহুর আলী, নূর উদ্দিন, আবদুল মজিদ, ওয়াহাব আলী, শাহীন তালুকদার, আমির আলী, শাহানারা বেগম, রাসনা বেগম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শ্রমিক লীগ নেতা সাধন দাশ, শংকর দাশ শংকু, তাজির আলী, আজাদ মিয়া, আরান দেব, আমির মিয়া, যুবলীগ নেতা নূরুল হক, নিজাম উদ্দিন, শামীম আহমদ, গিয়াস মিয়া, আবদুল আজিজ সুমন, আনোয়ার মিয়া, আবদুর রউফ, আবুল কালাম আজাদ, সঞ্চিত আচার্য্য, মুহিবুর রহমান সুইট, তোফায়েল আহমদ, সায়েদ মিয়া, মনোহর হোসেন মুন্না, তৈমুছ আলী, লিটন মিয়া, মনসুর আহমদ, ফজলুর রহমান শিপন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, নবীন সুহেল, আবদুস ছালাম, বদরুল ইসলাম মহসিন, জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক বিভাংশু গুন বিভু, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, সিজিল মিয়া, নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, পরিমল বৈদ্য, মিয়াদ আহমদ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2znxIpI
November 25, 2017 at 04:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন