গুজরাতেও ব্যান পদ্মাবতী

নয়াদিল্লি, ২২ নভেম্বরঃ মধ্যপ্রদেশ, রাজস্থানের পর এবার গুজরাটেও নিষিদ্ধ হল পদ্মাবতী। মুখ্যমন্ত্রী বিজয় রূপানী জানিয়েছেন, ‘ইতিহাসের বিকৃতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বনশালীর পদ্মাবতী রাজপুত সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হানতে পারে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাস নিয়ে ছেলেখেলা করা হবে।’ এছাড়া ছবি মুক্তি আইনশৃঙ্খলার অবনতি হতে পারে।

১৯০ কোটি বাজেটের এই সিনেমাকে ঘিরে প্রথম থেকেই শুরু হয়েছিল ঝামেলা। যত দিন যাচ্ছে ততই বেড়েছে বিতর্ক। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনে রং পেয়েছে করনি সেনার আন্দোলন। অভিযোগ, পরিচালক সঞ্জয়লীলা বনশালী তাঁর ছবিতে রাজপুত রানি পদ্মিনীর যে ছবি তুলে ধরেছেন তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। ইতিহাসের বিকৃতি করা হয়েছে। ১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। গুজরাত সরকার এই ছবি ব্যানের পথে হাঁটল। এর নেপথ্যে নাকি বিধানসভা নির্বাচনই মূল কারণ।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jKvtK2

November 22, 2017 at 08:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top