টরন্টো, ২৬ নভেম্বর- শুক্রবার ১৭ই নভেম্বর সন্ধ্যায় টরন্টোর সিটি হলের কাউন্সিল চেম্বারে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে কানাডার বিভিন্ন এ্যানিক সংবাদ মাধ্যমের প্রধান সম্পাদক ও সম্পাদকদের বিশেষ এ্যায়ার্ড প্রদান করা হয় এন,ই,পি,এস,সি কানাডা ও এন,এস,সি কানাডা কর্তৃক। ওন্টারিও প্রাদেশিক লেফটেনেন্ট মাননীয় গভর্নর জেনারেল এলিযাবেত ডওসওয়েন ও এস,ই,পি,সি,সি কানাডার সভাপতি মি: আমাস সাবাস এওয়ার্ড বিতরণ করেন। কানাডার ১৫০তম বার্ষিকী উপলক্কে প্রায় ৫৪টি ভাষায় প্রকাশিত ১৮০টি সংবাদ মাধ্যম থেকে নির্বাচিত ৩৫ জনকে এ্যায়ার্ড প্রদান করা হয়। বাংলা ভাষায় ৭টি প্রিন্ট মিডিয়া, ৪টি অনলাইন, ২টি টিভি ও একটি রেডিওর মধ্যে এবার একমাত্র আজকাল ও তার প্রধান সম্পাদক এ এ্যায়ার্ডে ভূষিত হন। আজকালের প্রধান সম্পাদক প্রকৌশলী সৈয়দ আব্দুল গফ্ফার পি.ইঞ্জ: কমিউনিটির কন্টিবিউটর হিসাবেও স্বীকৃতি প্রদান করে মেডেল দেওয়া হয়। প্রকৌশলী সৈয়দ আব্দুল গফ্ফার পি.ইঞ্জ: আজকাল প্রধান সম্পাদক সহ কমিউনিটির উন্নয়নে সরাসরি জড়িত। তিনি জি,কে ইঞ্জনিয়িারিং নামে প্রতষ্টিানরে মাধ্যমে প্রফেশ্যানাল সার্ভিস প্রদান করেন। বাংলাদেশ সেন্টার ও কমিউনিটি সার্ভিসেস এর একজন পরিচালক, ড্যানফোর্থ কমিউনিটি সার্ভিসের (বায়তুল আমান মসজিদ) প্রতিষ্ঠাতা সদস্য। প্রকৌশলী সৈয়দ আব্দুল গফ্ফার ইনষ্টিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর কানাডা ওভারসীস চ্যাপটারের চেয়ারম্যান, এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ওন্টারিওর পরিচালক ও আজীবন সদস্য, চুয়েট এলামন এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ও আজীবন সদস্য, ওরগানাইজেশন অব টরেন্টো আন্তর্জাতিক মাতৃভাষা মনোমেন্ট (শহীদ মিনার) আইএনসির পরিচালক। তাছাড়া বাংলাদেশ দুইটি এনজওি জ্যয়তি ডভেলোপমন্টে ফাউন্ডেশন, কুষ্টিয়া এবং Redce School dropnt Student, মৌলভীবাজার এ পরিচালিত করছনে কানাডার CPED (সিপিইডি) (Conter for Porerly Eradication and Sustainable Development) নামে ননপ্রফিট প্রতিষ্ঠানের মাধ্যমে। তিনি মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তাছাড়া জালালাবাদ এসোসিয়েশন ও বাংলাদেশ এসোসিয়েশনের সক্রীয় সদস্য। কমিউনিটি উন্নয়নে সার্বিকভাবে তিনি এক নিবেদিত প্রাণ। আর/১৭:১৪/২৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BdFFhP
November 26, 2017 at 11:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top