সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন-১৪১৮’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক এর উপর শ্রমিকলীগ নামধারী সন্ত্রসীদের হামলার প্রতিবাদে শনিবার (১৮ই নভেম্বর) দক্ষিণ সুরমা ভার্থখলাস্থ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের কার্যকরী সভাপতি সুন্দর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি মানিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, অর্থ সম্পাদক মামুন রশিদ মামুন, কল্যাণ সম্পাদক আবুল খান, ইমা লেগুনা হেতিমগঞ্জের সভাপতি মো. লুকই মিয়া, কোষাধ্যক্ষ মো. শাহাব উদ্দিন, ৭০৭ উপ-কমিটির নেতা মো. আলা উদ্দিন, সেনাজ আহমদ, ইরান মিয়া, আলতাফ চৌধুরী, শামছুল হক সামছু প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শ্রমিকলীগ নামধারী সন্ত্রাসীরা বার বার বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের উপর হামলা করে আসছে। প্রশাসন এ ব্যাপারে সজাগ দৃষ্টি না থাকায় বার বার এরকম ন্যাক্কারজনক হামলার পুরণাবৃত্তি হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল ওসমানী মেডিকেলে শ্রমিকদের উপর হামলা ও ১৫টি সিএনজি অটোরিক্সা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। হামলাকারী সন্ত্রাসীদের নৈপথ্যে নায়কদের দায়ী করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে বার বার এরকম ঘটনা ঘটবে। যা শ্রমিকদের জন্য একসময় ভয়াবহ রূপ ধারণ করবে। তাই প্রশাসন সহ সর্বমহলে সন্ত্রাসীদের রুখে দাড়ানোর আহ্বান জানানো হয়। হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে পরিবহণ শ্রমিকরা কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দিবে। – বিজ্ঞপ্তি
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AR7eNC
November 18, 2017 at 08:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন