মুম্বই, ২২ নভেম্বরঃ কথা ছিল ১ ডিসেম্বরই সারা দেশজুড়ে মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবতী’। কিন্তু এ বছর হয়তো মুক্তি নাও পেতে পারে এই ছবি। সেরকমই আশঙ্কা করছেন ছবির পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রী সকলেই। কারণ এখনও পর্যন্ত সেন্সর বোর্ডের পক্ষ থেকে ‘পদ্মাবতী’কে ছাড়পত্র দেওয়া হয়নি। যদিও সূত্র মারফত জানা গিয়েছে, সেন্সর বোর্ডের আধিকারিকরা এখনও ছবিটি দেখে উঠতে পারেননি। ছবিটি দেখার পর তাঁদের শংসাপত্র তৈরি করতে বেশ কিছুটা সময় লাগবে। তাই হয়ত আগামী বছরই মুক্তি পাবে ‘পদ্মাবতী’।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামী বছর ছবি মুক্তি হবে বলেই ছবির প্রচার কাজও থামিয়ে দেওয়া হয়েছে। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরই ছবি মুক্তির দিন নির্ধারণ করা হবে। ‘পদ্মাবতী’ নিয়ে এমনিতেই দেশজুড়ে বিতর্ক কম নয়। রাজস্থানের করণি সেনারা এই ছবি মুক্তি বন্ধ করতে উঠেপড়ে লেগেছে। ইতিহাসকে বিকৃত করে এ ছবি বানানো হচ্ছে বলে প্রথম থেকেই অভিযোগ ছিল পরিচালকের বিরুদ্ধে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2B1yjxJ
November 22, 2017 at 02:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন