বেলডাঙা, ২৫ নভেম্বরঃ জমি দখল করাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙা। বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। অবশেষে স্থানীয়দের তৎপরতায় মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
জানা গিয়েছে, মৌখিকভাবে জমির মালিকের কাছ থেকে জমি কিনেছিল অভিযুক্ত রফিকুল শেখ। শনিবার সকালে জমি মাপাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী জমির মালিক ফজলুর রহমানের সঙ্গে বিবাদ বাধে অভিযুক্ত রফিকুলের। জোর করে রাস্তার পাশের জমি দখল করার চেষ্টা করলে বাধা দিতে যায় স্থানীয়রা। ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে স্থানীয়দের উপর চড়াও হয় রফিকুল ও তার ৪ সঙ্গীরা। তারা বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় কয়েকজন বাসিন্দা। এরপর স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে হাতেনাতে ধরে ফেলে রফিকুলকে। তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। রফিকুলের বাইকটিকে আটক করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্ত রফিকুলকে গ্রেফতার করে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BaRjtQ
November 25, 2017 at 04:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন