সুুরমা টাইমস ডেস্ক:: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরস্থ ‘উত্তরা ব্যাংক লিমিটেড’ থেকে টাকা উত্তোলন করে অটোরিকশা (সিএনজি) যোগে বাড়ি যাওয়ার পথিমধ্যে ছিনতাইয়ের শিকার হয়েছেন বগিরচক গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী জরিনা খাতুন।
বুধবার সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির কাছেই (বগিরচক) ছিনতাইয়ের শিকার হন তিনি। এসময় ছিনতাইকারীরা সিএনজিতে থাকা ‘প্রবাসী জরিনা খাতুন, তার পুত্রবধু জেবুন নাহার ও এক ভাতিজার বউ’কে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাথে থাকা নগদ ২২ লাখ ৮০ হাজার টাকা, ১টি ব্রিটিশ পাসপোর্ট, ২টি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।
বড় অংকের টাকা গ্রাহককে দিলে বা ব্যাংক থেকে উত্তোলন করলে সাথে সাথে বিষয়টি থানা পুলিশকে অবহিত করার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হলেও এত টাকা লেনদেনের পূর্বে ব্যাংক কর্তৃপক্ষ কিংবা গ্রাহক বিষয়টি থানা পুলিশকে অবহিত না করার কারণে ছিনতাইয়ের ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন এলাকাবাসী। রহস্যজনক ছিনতাইয়ের ঘটনার সাথে ‘ব্যাংক কর্মকর্তাদের’ যোগসাজশ রয়েছে বলে এলাকাবাসীর মনে জল্পনা-কল্পনার সৃষ্টি করেছে।
ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও ক্ষতিগ্রস্থ সূত্রে জানা গেছে, বুধবার সকালে উত্তরা ব্যাংকে থাকা প্রবাসী জরিনা বেগমের নামীয় একাউন্ট (নং ৬০৯২) থেকে ২২ লাখ ২০ হাজার টাকা ও তার পুত্রবধু জেবুন নাহারের নামীয় একাউন্ট (নং ৬৭৩৯) থেকে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলন শেষে ব্যাংকে থাকা অবস্থায়ই একজনকে ১ লাখ টাকা প্রদান করেন প্রবাসী মহিলা। এরপর তাদের সাথে থাকা ২২ লাখ ৭০ হাজার টাকা ও পূর্বের থাকা ১০ হাজার টাকা নিয়ে সিএনজি যোগে ওই ৩ মহিলা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। উপজেলার বগিরচক নামক স্থানে যাওয়ার পর আরেকটি সিএনজি যোগে আসা ৩ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা প্রবাসী মহিলা’সহ ৩ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাথে থাকা ‘নগদ ২২ লাখ ৮০ হাজার টাকা, প্রবাসী মহিলার ব্রিটিশ পাসপোর্ট ও ২টি মোবাইল সেট’ ছিনতাই করে নিয়ে যায়।
ব্যাংকের ব্যবস্থাপক আবদুল মান্নান সাংবাদিকদেরকে বলেন, বিশ্বনাথে প্রায় পৌনে ২ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনকালে তিনি একজন গ্রাহক এক দিনে সর্বোচ্চ ৭/৮ লাখ টাকা দিয়েছেন। আজ (বুধবার) ওই প্রথম কোন গ্রাহককে এক সঙ্গে ২২ লাখ ৮০ হাজার টাকা দিয়েছেন। ‘পুলিশকে না জানিয়ে ও ব্যাংক রুল ভঙ্গ’ করে কি কারণে একজন গ্রাহককে হঠাৎ করে এত টাকা দিয়েছেন স্থানীয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ‘আবদুল মান্নান’ কোন উত্তর দিতে পারেন নি।
ব্যাংকের ভিডিও ফুটেজে টাকা নিজের ব্যাগে নেওয়ার বিষয়টি দেখা গেলেও প্রবাসী জরিনা খাতুন পুলিশ ও স্থানীয় সাংবাদিকদেরকে বলেন, তার নিজ নামীয় একাউন্ট থেকে কোন টাকা আজ (বুধবার) কোন টাকা উত্তোলন করেন নি। পুত্রবধু জেবুন নাহার তার নিজের একাউন্ট থেকে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেছেন প্রবাসী মহিলার হাতে দিয়েছেন। আর ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে ‘তার ব্রিটিশ পাসপোর্ট, ২টি মোবাইল সেট’সহ ওই ১লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে।
প্রবাসীর পুত্রবধু জেবুন নাহার বলেন, উত্তরা ব্যাংকে থাকা তার নিজ নামীয় একাউন্ট থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ও শ্বাশুড়ি জরিনা খাতুনের নামীয় একাউন্ট থেকে ২২ লাখ ২০ হাজার টাকা পৃথক দুটি চেকের মাধ্যমে বুধবার সকালে উত্তোলন করেছেন। টাকা উত্তোলনের পর ব্যাংকে থাকা অবস্থাই একজনকে ১ লাখ টাকা দিয়েছেন। অবশিষ্ট টাকাগুলো (২২ লাখ ৭০ হাজার টাকা) শ্বাশুড়ির কাছে দিয়ে দেন। এরপর ব্যাংক থেকে বের হয়ে সিএনজি যোগে শ্বাশুড়ি’সহ নিজ বাড়ি যাওয়ার পথিমধ্যে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে তাদের সাথে থাকা নগদ ২২ লাখ ৮০ হাজার টাকা, ১টি ব্রিটিশ পাসপোর্ট, ২টি মোবাইল সেট’ ছিনতাই করে নিয়ে যায়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, ইতিমধ্যে ব্যাংক থেকে বড় অংকের টাকা লেনদেনের ব্যাপারে পুলিশকে অবহিত করার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। কিন্তু আজ (বুধবার) উত্তরা ব্যাংক বিশ্বনাথ শাখায় দুই মহিলা গ্রাহককে এত টাকা দেওয়া হয়েছে অথচ বিষয়টি ‘ব্যাংক কর্তৃপক্ষ কিংবা গ্রাহক’ থানা পুলিশকে অবহিত করেন নি। ছিনতাইয়ের ঘটনাটি রহস্যজনক। আসল রহস্য উদঘাটনে পুলিশী তদন্ত চলছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AH1NER
November 29, 2017 at 10:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.