সুরমা টাইমস ডেস্ক:: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান বলেছেন, শিক্ষার মানউন্নয়ন ও শিক্ষা প্রসারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সর্বদা আন্তরিক। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার উন্নয়নে জেলা পরিষদ সব সময় কাজ করে যাচ্ছে। গ্রামগঞ্জের শিক্ষা প্রসারই জেলা পরিষদের মূল লক্ষ্য। তিনি আগামীতে এ বিদ্যালয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি প্রবাসী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এডভোকেট লুৎফুর রহমান সোমবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদের অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে ভবন ও বাউন্ডারী কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ এর সভাপতিত্বে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য লোকন মিয়া, মতিউর রহমান মতি, নুরুল ইসলাম ইছন, সুষমা সুলতানা রুহি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, এম সাইফুর রহমান কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান আহমদ, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল মিয়া, জালালপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নেছারুল হক চৌধুরী বুস্তান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস শহিদ পংকি, তপন চন্দ্র পাল, মাষ্টার আব্দুস সাত্তার, বাবুল মিয়া, আনোয়ার আলী মেম্বার। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ছাত্রী কুলসুমা বেগম। এর আগে বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hYDo2w
November 28, 2017 at 06:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন