লন্ডন, ২৪ নভেম্বরঃ প্রেমিকাকে খুনের দায়ে শাস্তি বেড়ে দ্বিগুণ হল অস্কার পিস্টোরিয়াসের। ৬ বছর থেকে তা বেড়ে দাঁড়াল ১৩ বছর ৫ মাস। ভ্যালেন্টাইন্স ডে তে নিজের প্রেমিকাকে খুন করেন ব্লেড রানার অস্কার। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালত আজ এই শাস্তি ঘোষণা করে। ব্লেড রানার অস্কার পিস্টোরিয়াসকে ১৩ বছরের সাজা ঘোষণা করল দক্ষিণ আফ্রিকার আদালত। বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুনের দায়ে সাজা পেলেন দক্ষিণ আফ্রিকার অলিম্পিক স্বর্ণজয়ী এই দৌড়বিদ।
২০১৩ সালে ভ্যালেন্টাইন ডে ১৪ ফেব্রুয়ারির দিন বান্ধবী রিভাকে গুলি করে হত্যা করেন পিস্টোরিয়াস। দক্ষিণ আফ্রিকার আইনব্যবস্থায় হত্যা করলে ১৫ বছরের জেল হেফাজতের শাস্তি দেয় সেদেশের আদালত। যদিও ইতেমধ্যেই পিস্টোরিয়াস অনেকদিন জেল খেটে ফেলেছেন তাই সোনাজয়ী ব্লেড রানারকে ১৫ এর পরিবর্তে ১৩ বছর ৫ মাসের সাজা দেওয়া হল।
ঘটনার সময় পিস্টোরিয়াসের বান্ধবী বাথরুমে ছিলেন। সন্দেহের বশে ক্রীড়াবিদ অস্কার ভেবে ফেলেন বাথরুমে তাঁর বান্ধবী হয়ত অন্য কারুর সঙ্গে রয়েছে। এরপর সন্দেহের বশেই মেজাজ হারিয়ে পর পর চারবার গুলি চালিয়ে বসেন পিস্টোরিয়াস।
২০১৪ সালে হাইকোর্টের বিচারক প্রথমে পিস্টোরিয়াসকে ৫ বছরের সাজা দেন। পরে ৫ বছরের মধ্যে মাত্র ১০ মাস হাজতবাস করে মুক্তি পান এই ক্রীড়াবিদ। তবে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়। এরপর ২০১৬ সালে সুপ্রিম কোর্ট পিস্টোরিয়াসের ওপর খুনের দায় আরোপ করে ৬ বছরের সাজা ঘোষণা করে। সেই সাজার পরিমাণ বাড়িয়ে এবার ১৩ বছর ৫ মাস করা হল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jVEu38
November 24, 2017 at 06:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন