রঘুরাম রাজনকে রাজ্যসভার সাংসদ করার প্রস্তাব দিল আপ

নয়াদিল্লি, ৮ নভেম্বরঃ রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকে রাজ্যসভার সাংসদ করার প্রস্তাব আম আদমি পার্টি। রাজন সেই প্রস্তাব বিবেচনা করছেন বলে সূত্রের খবর।

২০১৪ তে দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছিল আপ। সেই সুবাদে সংসদের উচ্চকক্ষে তিনজন সদস্য পাঠাতে পারবে আপ। ওই সদস্যদের মেয়াদ শুরু হবে আগামী বছরের জানুয়ারি থেকে। দলীয় সূত্রে খবর, কেজরীবাল রাজ্যসভার সদস্য হিসেবে ৩ টি আসনেই দলের কোনও নেতার পরিবর্তে বিশিষ্ট ব্যক্তিদের বেছে নিতে আগ্রহী।

বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রঘুরাম রাজন। মনমোহন সিংহর আমলে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর নিযুক্ত হয়েছিলেন ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hScuJN

November 08, 2017 at 02:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top