কলকাতা, ২৫ নভেম্বরঃ সামনেই আইজলের সঙ্গে ম্যাচ। হাতে এখনো ৪ দিন সময়। কিন্তু আজ মোহনবাগান ম্যাচ। সেই দিকেই লক্ষ্য ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিলের। হবে নাই বা কেন। প্রথম ম্যাচের পরই যে ডার্বি। খালিদ শুক্রবার স্বীকারও করেন, শনিবার টিভিতে তার চোখ থাকবে মোহনবাগান ম্যাচের দিকে।
এটা অবশ্য নতুন কিছু নয় খালিদের। নিজের ফুটবলারদের পাশাপাশি বরাবরই শক্তিশালী প্রতিপক্ষের দিকে নজর বেশি দেন তিনি। সেখানে আবার মোহনবাগান, পাশের ক্লাব, চ্যাম্পিয়নশিপের দাবিদার। তাদের দিকে যে বাড়তি নজর থাকবে লাল-হলুদ কোচের সেটাই স্বাভাবিক।
এই কারণে খালিদ শনিবার সকালে অনুশীলন রেখেছেন। বিকালে মোহনবাগান ম্যাচ দেখবেন বলে। এদিন অবশ্য লাল-হলুদ কোচ তাঁর দলকে অনুশীলন করান বিকালে। স্টেডিয়ামের লাগোয়া অনুশীলন পিচে, স্টেডিয়ামের আসল মাঠের স্বাদ বুঝতে। মেহতাব সিং জ্বরের জন্য আসেননি। চোট কাটিয়ে পুরো ফিট বাজো। প্রথম ম্যাচ থেকেই খেলবে তিনি। আইজলকেও সমীহ ইস্টবেঙ্গল কোচের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Ba2anF
November 25, 2017 at 03:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন