“অবশেষে বহিষ্কার করা হলো বিতর্কিত মঈনুলকে”

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে বিপিএলে ম্যাচ চলাকালীন মাঠে দাঁড়িয়ে ধূমপানের অপরাধে বহিষ্কার করা হয়েছে সম্প্রচার সহযোগী প্রতিষ্ঠান টিএসএমর প্রধান নির্বাহী মঈনুল হক চৌধুরীকে।
এনিয়ে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে বিপিএল গভর্নিং বডি। এরই ফলশ্রুতিতে গত ১৪ই নভেম্বর বিপিএল সম্প্রচার সহযোগী প্রতিষ্ঠান টিএসএমের প্রধান নির্বাহী মঈনুল হক চৌধুরীকে বহিষ্কার করে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএলের পঞ্চম আসরের ম্যাচগুলোতে আর মাঠে প্রবেশের সুযোগ পাচ্ছেন না মঈনুল হক।

গতকাল মঙ্গলবার মইনুল হক চৌধুরীর বহিষ্কারাদেশের খবরটি নিশ্চিত করে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেল জানান, ‘ম্যাচ চলাকালীন মাঠে ধূমপান করায় আমরা তাকে বহিষ্কার করেছি। এই বিষয়ে গতকাল আমরা একটি মিটিং করেছি। মিটিং শেষে সিদ্ধান্ত হয়েছে, বিপিএল চলাকালীন তিনি মাঠে প্রবেশ করতে পারবেন না। তিনি আরো জানান, ‘সিদ্ধান্তটা আপাতত বিপিএলের পঞ্চম আসরের জন্যই।’

উল্লেখ্য, বিপিএলের পঞ্চম আসরের তৃতীয় দিনের সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংসের মধ্যকার খেলা চলাকালীন গ্যালারিতে বসে যখন দর্শকরা উল­াসে মগ্ন, তখন মাঠের সাইড স্ক্রিনের পেছনে বসে ধূমপান করতে দেখা যায় এই মঈনুল হক চৌধুরীকে যা আইসিসির নিয়মের পরিপন্থি। এর আগে ২০১৬ সালে মিরপুরে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ শেষে মারামারিতে জড়িয়ে প্রথমবারের মতো আলোচনায় আসেন বিসিবির এই ব্রডকাস্ট পার্টনার।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AFn51y

November 15, 2017 at 01:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top