‘প্রবাসীদের সুযোগ-সুবিধা প্রদানে সরকার বদ্ধ পরিকর’

কুমিল্লার বার্তা ডেস্ক ● প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বর্তমানে অভিবাসন এক বিশ্ব প্রক্রিয়া এবং অভিবাসন সুষ্ঠু ব্যবস্থাপনাসহ সব পক্ষের জন্যই কল্যাণকর। রেমিটেন্স প্রেরণকারী প্রবাসীদের সুযোগ সুবিধা প্রদানে সরকার বদ্ধ পরিকর। কেননা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশি ও কর্মীদের প্রেরিত রেমিটেন্স এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রোববার (৪ নভেম্বর) রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘ডায়াসপোরা, অভিবাসন ও উন্নয়ন: সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়াদি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাপোর্ট গ্রুপ (বাসগ)।

নুরুল ইসলাম বিএসসি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে নিরাপদ, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক অভিবাসন। যা কেবল অভিবাসী বাংলাদেশি কর্মীদের অধিকার রক্ষা ও কল্যাণেই কাজ করে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কল্যাণ ও মিশন) মোহাম্মদ আজহারুল হক। স্বাগত বক্তব্য রাখেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভেজ সিদ্দিকী। বাসুগের নেদারল্যান্ড শাখার সভাপতি বিকাশ চৌধুরী বড়ুয়া সংলাপে একটি কী-নোট প্রেজেন্টশন করেন। বাসুগ আন্তর্জাতিক এর উপদেষ্টা প্রফেসর মোয়াজ্জেম হোসেন বক্তব্য উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের দারিদ্রতা বিমোচনে ডায়াসপোরা বাংলাদেশিদের অবদানের কথা বলেন।

পরে উন্মুক্ত আলোচনায় উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন। উন্মুক্ত আলোচনায় বক্তারা প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে নির্দিষ্ট নীতিমালা এবং সুযোগ সুবিধার বিষয়ে বক্তব্য রাখেন।

তারা নিরাপদ বিনিয়োগে পরিবেশ ও বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংলাপে অভিবাসন বিষয়ক সংগঠন ওআরবি, ব্রাক, আওয়াজ ফাউন্ডেশন, রামরু, এসডিসি, আইআইডি, বাস্তব, প্রকাশ, আইএমএ-এর প্রতিনিধিবৃন্দ, আইওএম ও আইএলও এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

The post ‘প্রবাসীদের সুযোগ-সুবিধা প্রদানে সরকার বদ্ধ পরিকর’ appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2zg4wnz

November 05, 2017 at 08:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top