ইদ্রিস আহমদ মেমোরিয়াল ইনস্টিটিউটের কৃতি শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা

শিবগঞ্জ উপজেলার ইদ্রিস আহমদ মেমোরিয়াল ইনস্টিটিউটের ২০১৬ সালের বৃত্তিপ্রাপ্ত ৪২ জনসহ পিএসসি উত্তীর্ণ ২৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, বৃত্তি সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়া ২০১৭ সালের ৫ম শ্রেণির সমাপণী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত সমাপনী স্মারক মৃগয়া এর মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে ইদ্রিস আহমদ মেমোরিয়াল ইনস্টিটিউটের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে ইনস্টিটিউটের উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আহমদ নজমুল কবির মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মান্নান, বাংলাদেশ কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক তোফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক হাবিবুর রহমান চৌধুরী মজনু, দাদনচক বেল আফরোজ ইদ্রিশী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলমসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের অধ্য ও বাংলাদেশ কিন্ডারগার্টেন সমিতির সভাপতি জামালুল ইসলাম জামাল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৩-১১-১৭   


from Chapainawabganjnews http://ift.tt/2ywe9ey

November 13, 2017 at 12:25PM
13 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top