সুরমা টাইমস ডেস্ক:: গত সেপ্টেম্বরে দাম বাড়ানোর পর দুই মাস পার না হতেই ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। আগামীকাল রবিবার (২৬শে নভেম্বর) থেকে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার বাংলাদেশ জুয়েলার্সে সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভালো মানের প্রতি ভরি সোনা ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ছে। অন্যান্য মানের সোনার দাম বাড়ছে ভরিতে ৫৫০ থেকে এক হাজার ২৮৩ টাকা পর্যন্ত।
বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আন্তর্জাতিক বাজারে সোনার দর বৃদ্ধি এবং স্থানীয় বাজারে চাহিদা বাড়ার কারণে দেশেও সোনার দাম বাড়ানো হয়েছে।’
এর আগে, শনিবার পর্যন্ত সারা দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট অর্থাৎ সবচেয়ে ভালো মানের স্বর্ণ ৪৭ হাজার ৮২২ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৪০ হাজার ২৪১ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হয়েছে ২৫ হাজার ৩৪৭ টাকায়।
সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম দেড় হাজার টাকার বেশি বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা। ১৩ আগস্ট সব ধরনের স্বর্ণের দাম একই হারে বাড়িয়েছিল বাজুস। তারও আগে ২৭ জুলাই আরেক দফা বাড়ানো হয়েছিল।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2n2QCjY
November 25, 2017 at 10:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.