বিশ্বনাথে চলন্ত গাড়িতে গাছের ডাল পড়ে যুবক নিহত : বিদ্যুতের লাইনম্যান আটক

207992বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে চলন্ত গাড়ির উপর গাছেল ডাল পড়ে তৌরিছ আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সে জগন্নাথপুর উপজেলার পাঠলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের উস্তার আলীর পুত্র। এসময় অটোরিক্সা চালক রফিক মিয়া আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে বিশ্বনাথ-জগন্নাথপুর রোডের ভগিরচক ব্রিজের পূর্বে মটুককোনা গ্রামের রাস্তার মুখে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিশ্বনাথ জোনাল অফিসের আওয়াতাধীন শ্রমিকরা (লাইনমেন) রোববার বিশ্বনাথ-জগন্নাথপুর রোডের ভগিরচক এলাকায় সড়কের পার্শ্ববর্তি গাছের ডাল কর্তন করছিলেন। বিকেলে ৪টায় জনগন্নাথপুর থেকে সিলেট গামী একটি অটোরিক্সা (সিলেট থ ১২-৬৭৫১) মটুককোনা গ্রামের রাস্তার মুখে আসা মাত্র কর্তনকৃত একটি ডাল অটোরিক্সার উপর পড়লে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যু হয় অটোরিক্সার যাত্রী তৌরিছ আলীর। গুরুতর আহত হন অটোরিক্সার চালক। এসময় স্থানীয় জনতা পল্লী বিদ্যুতের লাইনম্যান আসিফ হাসান (২৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেন।
প্রত্যেক্ষদর্শীরা অভিযোগ করেছেন, বিদ্যুৎ কর্তৃপক্ষের খামখেয়ালীপনা ও অপরিকল্পিতভাবে জনবহুল এই সড়কের উপর গাছের ডাল কাটার কারণে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এঘটনায় বিদ্যুতের এক লাইনম্যানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2Am885w

November 05, 2017 at 07:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top