নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর কুয়ারপাঁড় এলাকা থেকে নিষিদ্ধ ভারতীয় শিলং তীর সিন্ডিকেটের এজেন্ট জাহাঙ্গীর আলম (২০)কে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়,আজ মঙ্গলবার (২১শে নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির লামাবাজার পুুলিশ ফাঁড়ীর এএসআই আং মান্নানের নেতৃত্বে একদল পুলিশ শিলং তীর সিন্ডিকেটের এজেন্ট জাহাঙ্গীর আলম (২০)কে হাতেনাতে আটক করতে সক্ষম হয়, এ সময় পুুলিশ তার কাছ থেকে শিলং তীর খেলার বেশ কয়েকটি টুুকন এবং হিসেবের খাতা উদ্ধার করে। পরে তাকে লামাবাজার পুুলিশ ফাঁড়ী থেকে কতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যপারে জানতে চাইলে কতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্য গৌছুুল হোসেন সুরমা টাইমসকে বলেন জাহাঙ্গীর আলম অত্র এলাকার চিন্হিত শিলং তীর সিন্ডিকেটের এজেন্ট সে দীর্ঘদিন যাবৎ শেখঘাট কুয়ারপাঁড় এলাকায় তীর খেলার বোর্ড পরিচালনা করে আসছিল। আমরা তীর খেলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছি,আজও আমরা বেশ কয়েকজন জুয়াড়ীকে ধরতে সক্ষম হয়েছি। এলাকাবাসীর সূূত্রে জানা যায় শিলং তীর সিন্ডিকেটের এজেন্ট জাহাঙ্গীর আলম কুয়ারপাঁড় এলাকার ২৯নং বাসার বাসিন্দা আলাউদ্দিন মিয়ার পুত্র। সে দীর্ঘদিন যাবৎ স্থানীয় কয়েকজন অসাধু পুলিশ কর্মকর্তাকে নিয়মিত চাঁদা প্রদান করে প্রকাশ্যে যুবসমাজ ধংসকারী নিষিদ্ধ ভারতীয় শিলং তীর খেলা চালিয়ে যাচ্ছিল,তার আটকের সংবাদে এলাকার লোকজন স্বস্তির নিস্বাঃশ ফেলছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Al4HPH
November 22, 2017 at 12:30AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন