এবার ‘০’ জার্সি গায়ে মাশরাফি!

কুমিল্লার বার্তা ডেস্ক ● এবারের বিপিএল মাশরাফি বিন মুর্তজার জন্য একটু অন্যরকম। সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন বছরের শুরুর দিকে। টি-টুয়েন্টির ঘরোয়া আসর বিপিএলের সর্বোচ্চ তিনবারের শিরোপা জয়ী অধিনায়ক হলেও এবার আসরটি তার জন্য তাই একটু আলাদাই। তবে আরো অনেক দিক থেকেই রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফিকে এদিন নতুন রূপেই দেখছে সবাই।

চেহারার লুকে এনেছেন বদল। দক্ষিণ আফ্রিকার হতাশার সফর থেকে ফিরে। তাতে মাশরাফিকে চিনতে কারো অসুবিধা হবে এটা অবিশ্বাস্য। তবে সব সময়ের ২ নম্বর জার্সি পরে খেলেন। এবার খেলছেন না ওই জার্সি নম্বরে। পঞ্চম বিপিএলে মাশরাফির প্রথম ম্যাচের জার্সি নম্বর ‘শূন্য’ বা ০ বা জিরো। হয়তো এই শূন্য নম্বর জার্সি দিয়ে নতুন শুরুর, নতুন চ্যালেঞ্জ নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন ওয়ানডে অধিনায়ক।

প্রথম তিনটি আসরের তিনটিতেই শিরোপা জিতেছিল মাশরাফির দল। ট্রফিটা মাশরাফি হাতে নিয়েছিলেন। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে প্রথম মৌসুমে শিরোপা এনে দিলেন বটে, দ্বিতীয় মৌসুমটা তেমনই খারাপ গেল। শেষ মৌসুমে দল ভালো করেনি। কুমিল্লার সাথে সম্পর্কটা নষ্ট হয়েছে নড়াইল এক্সপ্রেসের। এবার নতুন দলে মাশরাফি। রংপুরের হয়ে নতুন চ্যালেঞ্জ তার। টি-টুয়েন্টি ক্রিকেটটা হঠাৎ ছেড়ে দিয়েছেন বলেও হয়তো আলাদা কিছুও এবারের বিপিএলে।

তবে মাশরাফির জার্সিতে এই শূন্য অন্য ভাবে জড়িয়ে ছিল তার ক্যারিয়ারের শুরুতে। ক্যারিয়ারের শুরুর দিকে বোর্ডের কাছ থেকে ২০ নম্বর জার্সিটা পেয়েছিলেন মাশরাফি। পরে অবশ্য নিজের পছন্দের জার্সি ২ নম্বর বেছে নেন। ফেলে দেন শূন্যকে। সেই দুই নম্বর জার্সিতেই তাকে অনেক দিন দেখেছেন সবাই। শুরুর দিকে যে ২০ নম্বর পড়ে খেলেতেন এটা হয়তো মনে নেই অনেকেরই। তবে ২ নম্বর বদলে সেখানে ‘০’ এনে মাশরাফি আবার তা মনে করিয়ে দিলেন শুরুর দিন সময়টি। সেই সাথে হয়তো মনের ভেতর থেকে পিঠে তুলে এনেছেন দর্শনটা। জীবন মানেই সবসময় নতুন শুরু, নতুন চ্যালেঞ্জ। শূন্য থেকেই তো শুরু করা।

The post এবার ‘০’ জার্সি গায়ে মাশরাফি! appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2zdqHbG

November 04, 2017 at 09:35PM
04 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top