সরকার যুবদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে-আসাদ উদ্দিন আহমদ

সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র সহযোগিতায় ও প্রচারে ১ নভেম্বর বুধবার “যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০১৭ উদ্যাপন করা হয়।

জাতীয় যুব দিবস ২০১৭ উপলক্ষ্যে বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ’র শহীদ সোলেমান হলে ২য় পর্বে আলোচনা সভা এবং যুব সংগঠক ও আত্মকর্মী সৃষ্টিতে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের অধিকারী সিলেট বিভাগের গুণীজন, যুব আত্মকর্মী, যুব সংগঠক ও যুব সংগঠনদের মধ্যে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। সেই জোয়ারকে ধরে রাখতে হলে সর্বস্তরের নাগরিকদের পাশাপাশি যুবাদেরকে এগিয়ে আসতে হবে।

যুবারা দেশের প্রাণ। প্রাণ সঞ্চালনে ও দেশের হৃদয়ের স্পন্দন বাড়াতে যুবদেরকে সব ধরণের অপরাধ প্রবণতাকে পরিত্যাগ করে দেশেল কল্যাণে এগিয়ে আসতে হবে। তাহলেই দেশ হবে স্বনির্ভর ও সমৃদ্ধ।

তিনি আরো বলেন, বর্তমান সরকার যুবদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে আন্তরিকতার সাথে অধিক আগ্রহ নিয়ে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন খান অ্যাডভোকেট বলেন, যুবদেরকে একজন সুনাগারিক হিসেবে গড়ে তুলতে হলে ব্যক্তিত্ব, আন্তরিকতা ও স্বনির্ভরতাকে বিনিয়োগ করে দেশের কল্যাণে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, নৈতিক অবক্ষয়তাকে পরিহার করে যুবদেরকে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে ডিজিটাল ও সোনার বাংলাদ গঠনে আত্মনির্ভরশীল ব্যক্তি হিসেবে সমাজে যুবদেরকে উপস্থাপন করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুবসংগঠক পদকপ্রাপ্ত সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সংস্থা পরিচালনা কমিটির আহবায়ক এ.কে কামাল হোসেনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সংস্থা পরিচালনা কমিটির সদস্য গাজী আলমগীর হোসাইন।

স্বাগত বক্তব্য রাখেন জাতীয় যুব দিবস ২০১১ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া।

সিলেট বিভাগের গুণীজন সংবর্ধনায় মনোনীতদের মধ্য থেকে বক্তব্য রাখেন দি এইডেড হাই স্কুল’র প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেন, আনোয়ারা মতিন একাডেমী’র চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী এডভোকেট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ’র মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়’র প্রাক্তন প্রধান শিক্ষক অঞ্জলী প্রভা চৌধুরী, কোরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ’র ইন্তেজামিয়া কমিটির সভাপতি আলহাজ্ব বাবর বক্স, বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন (মানবাধিকার) এর কেন্দ্রীয় কমিটি লাইফ মেম্বার সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, লায়ন্স শিশু হাসপাতাল’র প্রাক্তন চেয়ারম্যান নুর আহমদ, আল রাইয়ান হাসপাতাল’র সদস্য পরিচালনা পর্ষদের পরিচালক এহতেশামুল হক বাহার, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ’র সহ সভাপতি কবির চৌধুরী, খাদিমনগর ইউনিয়ন পরিষদ’র ৭নং ওয়ার্ডের প্রাক্তন সদস্য ইলিয়াছ আলী।

সাংগঠনিক অবস্থান ও জাতীয় যুব দিবস’র গুরুত্ব উপস্থাপন করে বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, সূর্যোদয় এতিম স্কুল’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাসান তালুকদার সোহেল, জাতীয় যুব দিবস ২০১৭ উদ্যাপন কমিটির সদস্য মোঃ নাজমুল হুসাইন, হুমায়ূন রশিদ চৌধুরী, সৈয়দ রাজন আহমদ, এম. বাবর লস্কর, আব্দু শহিদ, মোঃ আব্দুন নুর, মোঃ মখলিছুর রহমান, ফিরোজ আহমদ, সুনামগঞ্জের যুবনেতা আলহাজ্জ মুখ্তার আহমদ তালুকদার, মোঃ হাবিবুর রহমান, মোঃ আব্দুল হাননান, মোঃ মকবুল চৌধুরী, মোঃ সাজ্জাদ খান, আরাফাত হোসেন সোহাগ, ইসমত ইবনে ইসহাক, বিজিত চন্দ, মোঃ এমদাদুল হক চৌধুরী মামুন, রুমেল আহমদ, মোঃ কেরামত হোসেন, মোঃ আলিম উদ্দিন, আলীম উদ্দিন ও মোঃ আনোয়ার হোসেন।

জাতীয় যুব দিবস ২০১৭ বাস্তবায়ন ও সাংগঠনিক অবস্থানে অবদান রাখায় ১৭০ জন কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং উপস্থিত যুব মহিলাদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hxL4Jb

November 02, 2017 at 09:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top