এক দশক আগে বলিউডে পদচারণা শুরু হয়েছিল দীপিকা পাড়ুকোনের। সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের একজন হিসেবে, তিনি বলিউড চলচ্চিত্রে তার কর্মজীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি দুইটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সঞ্জয়লীলা বানসালির ছবিতে নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন এমনটা নাকি তখন কল্পনাও করতে পারেননি তিনি। সেই দীপিকা এখন আছেন মহাকাব্য পদ্মাবতী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র পদ্মাবতী মুক্তির অপেক্ষায়। এ নিয়ে সঞ্জয়লীলা বানসালি নির্মিত তিনটি ছবিতে অভিনয় করে ফেললেন তিনি। দীপিকার বিশ্বাস, ছবিটি সকল সমালোচনা ছাপিয়ে পর্দায় প্রদর্শিত হবে এবং ইন্ডাস্ট্রির জন্য বড় সাফল্য নিয়ে আসবে। দীপিকা বলেন, একজন নারী হিসেবে, এ ছবির অংশীদার হতে পেরে এবং যে গল্প বলা প্রয়োজন ছিল তা বলতে পেরে আমি গর্ববোধ করছি। এবং এটি বলা প্রয়োজন। পদ্মাবতী চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করছেন দীপিকা। রাজপুতের রানি পদ্মাবতীর আত্মত্যাগ, সাহসিকতা এবং প্রতিপত্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ছবিটি নির্মাণ করেছেন বানসালি। সমালোচনা রয়েছে, নির্মাতা ছবিটিতে কাল্পনিকতার আশ্রয় নিয়েছেন। রাজনীতিবিদ, বিভিন্ন সংগঠন ও ব্যক্তি অভিযোগ তোলেন বানসালি ইতিহাস বিকৃত করছেন। তারা পদ্মাবতী ছবিটির মুক্তি স্থগিত করার দাবি জানান। তবে দীপিকার বিশ্বাস, নির্ধারিত তারিখ অর্থাৎ ১ ডিসেম্বরেই মুক্তি পাবে ছবিটি। তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন এআর/১৭:২০/১৫ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AIdQxH
November 15, 2017 at 11:20PM
15 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top