আয়কর আইনে এবার  বদল আনতে চায় কেন্দ্র

নয়াদিল্লি, ২৩ নভেম্বরঃ পুরনো আয়কর আইনে এবার  বদল আনতে চায় মোদী সরকার। বুধবার এজন্য প্যানেল গঠন করেছে কেন্দ্র। ওই প্যানেল ৫০ বছর আগে নির্দিষ্ট আয়কর আইন পরিবর্তনকরে নতুন আয়কর আইন সরলীকরণ করবে। জিএসটির মাধ্যমে পরোক্ষ কর ব্যবস্থায় ব্যাপক রদবদল হয়েছে। কিন্তু ১৯৬১ সালের পর আয়কর ব্যবস্থায় এতদিন কোনও রকম পরিবর্তন হয়নি। গত সেপ্টেম্বরে আয়কর আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে করেন নরেন্দ্র মোদী। তখনই বিষয়টি নিয়ে পর্যালোচনা করার কথা ভাবেন।

সূত্রের খবর, সাত সদস্যের টাস্ক ফোর্স পুরনো আয়কর আইন খতিয়ে দেখবে। এরপর ৬ মাসের মধ্যে নয়া প্রত্যক্ষ কর আইনের একটি খসড়া তৈরি করে কেন্দ্রকে জমা দিতে হবে তাঁদের। এক্ষেত্রে অন্যান্য দেশের কর ব্যবস্থাও খতিয়ে দেখবে টাস্ক ফোর্স।

এই টাস্ক ফোর্সের দায়িত্বে রয়েছেন অরবিন্দ মোদী। কমিটিতে স্থায়ী আমন্ত্রিত হিসাবে থাকছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যমও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BhSE2H

November 23, 2017 at 02:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top