সুরমা টাইমস ডেস্ক ::
নবান্ন উৎসব বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমান কাল ধরে বাঙালি অধ্যুষিত জনপদে সার্বজনীন ও অসাম্প্রদায়িক এ উৎসবটি পালিত হয়ে আসছে। আর এই ঐতিহ্যবাহী উৎসবটি পালনের অংশ হিসেবে সিলেট জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে গতকাল বুধবার দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় নবান্ন উৎসব ১৪২৪।
উৎসবটি উদ্যাপন উপলক্ষ্যে সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল অডিটোরিয়াম থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে একই স্থানে নবান্ন মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় আয়োজন করা হয় আলোচনাসভার। সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবজিৎ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ, জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ভারপ্রাপ্ত জেলা কালচারাল অফিসার কাজী আরিফুর রহমান।
নবান্ন মেলার স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করে যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, ইনক্লুসিভ স্কুল অ্যান্ড কলেজ, নারী উদ্যোগ কল্যাণ সমিতি এবং বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি। এরপর বিকেল ৩টায় শুরু হয় শিল্পকলা একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
একই সময়ে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও বিশষ্ট শিল্পীবৃন্দ। বিকেল ৫টায় আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী (অ্যাডহক) কমিটির সদস্য ও মদনমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেটের প্রবীণ চারুশিল্পী অরবিন্দ দাস গুপ্ত, জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী (এডহক) কমিটির সদস্য গৌতম চক্রবর্ত্তী। অনুষ্ঠানে প্রতি বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
এছাড়াও নবান্ন উৎসবের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে ১টি করে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yMLD8F
November 16, 2017 at 01:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন