সামনে এল অক্ষয়ের এই নতুন ছবির প্যাডম্যানের পোস্টার

মুম্বই, ২৮ নভেম্বরঃ তাকে দেশের সব থেকে ভার্সেটাইল অভিনতা বললে হয়তো ভুল হবে না। হলি ডে, বেবি, এয়ারলিফট, টয়েলেট এক প্রেমকথা- একের পর এক ছবিতে একেক রকম চরিত্রে দেখা গেছে অক্ষয় কুমারকে। সেই তালিকায় নতুন সংযোজন প্যাডম্যান। আজ অক্ষয়ের এই নতুন ছবির পোস্টার সামনে এল। অক্ষয় টুইট করে পোস্টারটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

প্যাডম্যান ছবিতে কোয়েম্বাটোরের মুরুগানাথম নামে এক ব্যক্তির ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। জানা গিয়েছে, সেই ব্যক্তিটি নাকি মহিলাদের জন্য কমদামে উচ্চমানের স্যানিটারি বানিয়েছিলেন। তাঁকে নিয়েই অক্ষয়ের প্যাডম্যান ছবিটি। ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে রাধিকা আপ্তে, সোনম কাপুরকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AGqGk0

November 28, 2017 at 02:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top