গোলাপগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ: আহত ০৫

নিজস্ব প্রতিনিধি:: সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউপির পুরকায়স্থ বাজারে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এসময় ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুরকায়স্থ বাজারে আলোচনা সভা ছিল। সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মনসুর গ্রুপ ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। উভয় গ্রুপের নেতাকর্মীরা সভা শেষে সন্ধ্যায় ঢাকাদক্ষিণের উদ্দেশ্যে রওয়ানা দিলে পুরকায়স্থ বাজারস্থ তুতা মিয়ার সমিলে আসা মাত্র দুপক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এসময় তাদের হাতে ভাঙ্গচুর হয় ৭/৮ টি মোটরসাইকেল।

এ ঘটনায় আহত হন ছাত্রলীগ কর্মী রুমন খান (১৮),সুফিয়ান আহমদ (২০), জাবেদ আহমদ, সাহেদ আহমদ, সায়েম আহমদ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে ।
এ ঘটনার খবর তাৎক্ষণিক ঢাকাদক্ষিণ বাজারে থাকা উভয় গ্রুপের নেতাকর্মীদের কাছে পৌছলে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় ঢাকদক্ষিণ বাজারে উভয় পক্ষ মারমুখী অবস্থান নেয়।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zo0sCX

November 21, 2017 at 10:24PM
21 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top