আসামির দায়ের কোপে মাধবপুরে পুলিশ আহত

নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় পরোয়ানাভুক্ত আসামির দায়ের কোপে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জালাল আহম্মেদ আহত হয়েছেন।

গতকাল শনিবার (১১ই নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরোয়ানাভুক্ত আসামি উপজেলার শ্রীধরপুর গ্রামের নূর আলীর ছেলে দুধু মিয়া (৪০)।

হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য জালাল আহম্মেদ জানান- ভোরে ফোর্স নিয়ে দুধু মিয়ার বাড়িতে তাকে গ্রেফতার করতে গেলে ওই বাড়ির ৬ থেকে ৭ জন লোক তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় দুধু মিয়ার দায়ের কোপে তিনি আহত হন।

তিনি আরও জানান- পুলিশ দুধু মিয়াকে গ্রেফতার করে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zQY72W

November 12, 2017 at 09:22PM
12 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top