ঢাকা, ২০ নভেম্বর- ২২তম ম্যাচে বিপিএলে মাঠে নেমেছে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল সিলেট সিক্সার্স। সোমবার (১৯ নভেম্বর) মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে মাছরাঙ্গা ও গাজী টিভি। টস জিতে রংপুরকে ব্যাট করার আমন্ত্রণ জানান সিলেটের অধিনায়ক নাসির হোসেন। রংপুরের হয়ে ওপেন করতে নামেন গেইল-ম্যাককালাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থ ছিলো ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালামের। তবে দ্বিতীয় ম্যাচে এসেই স্বরুপে ফিরেছেন টি-টোয়েন্টির এই দুই দানব ব্যাটসম্যান। গড়েছেন ৫২ বলে ৮০ রানের ঝড়ো জুটি। এই দুই ব্যাটসম্যানের এমন বিধ্বংসী জুটিতে ভর করেই রংপুর রাইডার্স সংগ্রহ করেছে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান। ফলে সিলেট সিক্সার্সের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৭০ রান। ১৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬২ রানে শেষ হয়ে যায় সিলেট সিক্সার্সের নির্ধারিত ওভার। এর ফলে ৭ রানে জয়ী হয় রংপুর রাইডার্স। সংক্ষিপ্ত স্কোর: রংপুর রাইডার্স: ১৬৯/৭ (২০ ওভার)। সিলেট সিক্সার্স: ১৬২/৪ (২০ ওভার)। ফলাফল: রংপুর রাইডার্স ৭ রানে জয়ী। এবারের আসরে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে সিলেট ও রংপুর। এদিকে মাশরাফির রংপুরে দুটি পরিবর্তন লক্ষণীয়। জিয়াউর রহমান ও জহির খান একাদশে সুযোগ পেয়েছেন। বাদ পড়েছেন নাজমুল হাসান ও কুশল পেরেরা। পয়েন্ট তালিকায় সবার নিচে রংপুর রাইডার্স। ৪ ম্যাচে ৩ হারের স্বাদ এরই মধ্যে নিতে হয়েছে রংপুরকে। প্রথম ম্যাচ জয়ের পর এখনো কোনো ম্যাচ জেতেনি মাশরাফির দল। অন্যদিকে নাসিরের সিলেট ঘরের মাঠে তিন জয়ের পর টানা তিন ম্যাচ হেরেছে। সিলেটে হারের স্বাদ গ্রহণের পর ঢাকায় এখনো জয়ের মুখ দেখেনি সিলেট সিক্সার্স। সিলেট দলে আজ প্রথমবারের মতো খেলছেন বাবর আজম। পাকিস্তানের এ ব্যাটসম্যান বাদে সিলেটের অন্য বিদেশিরা হচ্ছেন আন্দ্রে ফ্লেচার, দানুশকা গুনাথিলাকা, টিম ব্রেসনান, লিয়াম প্লাঙ্কেট। রংপুর রাইডার্স আজও গেইল ও ম্যাককালামকে নিয়ে নামছে। তাদের সঙ্গে রয়েছে রবি বোপারা, থিসারা পেরেরা ও কুশল পেরেরা। দুই দলই নিজেদের শেষ তিন ম্যাচ হেরেছে। আজ কারা জয়ের ধারায় ফিরতে পারে, সেটাই দেখার। সিলেট সিক্সার্স একাদশ: নাসির হোসেন, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, আবুল হাসান রাজু, তাইজুল ইসলাম, বাবর আজম, লিয়াম প্লাঙ্কেট, দানুসকা গুনথিলাকা, আন্দ্রে ফ্লেচার ও টিম ব্রেসনান। রংপুর রাইডার্স একাদশ: মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ মিথুন, শাহরিয়ার নাফীস, সোহাগ গাজী, রুবেল হোসেন, জিয়াউর রহমান, ক্রিস গেইল,ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, থিসারা পেরারা, জহির খান। সূত্র: বিডি২৪লাইভ আর/১০:১৪/২০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jap3Qz
November 21, 2017 at 04:58AM
20 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top