হঠাৎ করেই কেউ যদি আপনাকে বলে- নেইমার তো রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছে। আপনি কি এক পলকেই তা বিশ্বাস করবেন। ধরা যাক নেইমার রিয়ালে যোগ দিয়েছেন- তাতেও কি আপনি সন্তুষ্ট? যদিও এসব কথা মনের খায়েশ পূরণের মতোই। তবে হ্যা, নেইমার যে রেকর্ড মূল্যেও পিএসজিতে স্বস্তিতে নেই সেটি প্রায় খোলাসা। আর তাই যত দ্রুত সম্ভব দল বদল করতে চান এই ব্রাজিলিয়ান সেনশেসন। তাহলে কোথায় যাবেন নেইমার? তার মতো তারকা তো যেইসেই কোনও দলে নাম লিখাতে পারেন না। তবে কি পুরনো ঠিকানা বার্সেলোনাতেই ফিরবেন? এখন পর্যন্ত সে সম্ভাবনা ক্ষীণ! পছন্দের তালিকায় বার্সার পরই নেইমারের মুখে রিয়াল মাদ্রিদের নাম চলে আসতে পারে। আর নেইমার যদি রিয়ালে আসতে চান তবে তাকে বরণ করে নিতে ইউরোপ চ্যাম্পিয়ন ক্লাবটি প্রস্তুত। নেইমারের রিয়ালে আসার সম্ভাবনা ও সুযোগ নিয়ে সম্প্রতি স্প্যানিশ রেডিও কাদেনা সেরকে রিয়াল ডিফেন্ডার ও অধিনায়ক সার্জিও রামোস বলেন, আমি সবসময়ই সেরা কিছু চাই। নেইমার সেরাদের একজন। সে যদি রিয়ালে আসতে চায় তবে তার জন্য দরোজা সবসময় খোলা। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কও ভালো। রামোসের এমন বক্তব্যের পর সোনার ডিম পাড়া নেইমারকে নিয়ে নিশ্চয় নড়েচড়ে বসতে চাইবে পিএসজি। কারণ, ২২ কোটি ২০ লাখ ইউরোর এই হংসবালক যে প্রতিনিয়তই পিএসজিকে সোনার ডিম উপহার দিয়ে চলেছেন। কে চাইবে- এমন তারকাকে হাতছাড়া করতে। উল্লেখ্য, বার্সা ছাড়ার পর চলতি মৌসুমে পিএসজির হয়ে লিগ ওয়ানে ৭ গোল ও চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৪ গোল করেছেন নেইমার জুনিয়র। সঙ্গে সতীর্থদের দিয়ে একের পর এক করিয়ে যাচ্ছেন চোধ ধাঁধানো গোল। সূত্র:ব্রেকিংনিউজ.কম.বিডি এমএ/১১:০০/০৯ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AnPWrg
November 10, 2017 at 05:14AM
09 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top