ইসলামাবাদ, ৫ নভেম্বরঃ মাঝপথে বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হল। আবার বলা হল বাস ধরে গন্তব্যে চলে যেতে। কিন্তু যাত্রীরাও নাছোড়। গন্তব্যস্থলে না পৌঁছে দিলে বিমান ছেড়ে এক পা-ও নড়বেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা। যাত্রীদের বেকে বসা দেখে বিমানকর্মীরা বিমানের এসি বন্ধ করে দেন। ফলে বিমানের ভেতরে সৃষ্টি হয় দমবন্ধকর পরিস্থিতি। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমানের ঘটনা। জানা গিয়েছে, বিমানটি আবুধাবি থাকে পাকিস্তানের রহিম ইয়ার খান-এ যাচ্ছিল। কিন্তু দৃশ্যমানতা কম থাকায় বিমানটিকে লাহোর বিমানবন্দরে নামান পাইলট। অভিযোগ, সেখানেই বিমান কর্মীরা যাত্রীদের জানান, বিমান আর যাবে না। পরামর্শ দেন বাস ধরে যাওয়ার বাস ধরে গন্তব্যস্থলে যাওয়ার পরামর্শ দেন। লাহোর থেকে রহিম ইয়ার খান-এর দূরত্ব ৬২৪.৫ কিলোমিটার। করে! যাত্রীরা অনুরোধ করেন মুলতান বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে। যেখান থেকে রহিম ইয়ার খানের দূরত্ব ২৯২ কিলোমিটার। অভিযোগ, তাতেও রাজি হননি বিমানচালক থেকে কর্মীরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hI5q2n
November 05, 2017 at 05:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন