শিমলা, ৭ নভেম্বরঃ কংগ্রেস ক্ষমতায় এলে জিএসটি বদলের প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। তাঁর প্রতিশ্রুতি যেখানে যা বদল দরকার সেরকম বদল করে হবে জিএসটিতে। গতকাল সোমবার হিমাচল প্রদেশে প্রচারে গিয়ে ২০১৯-এর লোকসভা ভোটের এই প্রতিশ্রুতি দিয়ে দিলেন রাহুল।
হিমাচল প্রদেশের এক সভায় রাহুল বলেন, ‘তাড়াহুড়ো করে জিএসটি চালু করতে গিয়ে ছোট ব্যবসার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। কংগ্রেস ক্ষমতায় এলে প্রয়োজন মতো সব রকম বদল করা হবে।’
জিএসটি নিয়ে মোদী সরকার তথা বিজেপিকে বিপাকে ফেলতে কংগ্রেস শাসিত রাজ্যের অর্থমন্ত্রীদেরও মাঠে নামাচ্ছেন রাহুল। গুজরাতের ভোটের আগে জিএসটি নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভের কারণে বিজেপি এমনিতেই ব্যাকফুটে। সেই সুযোগ তিনি কোনও ভাবেই হাতছাড়া করতে রাজি নন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yb4iKL
November 07, 2017 at 02:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন