কীটনাশক খেয়ে আত্মহত্যা কৃষকের

রায়গঞ্জ, ২৬ নভেম্বরঃ কীটনাশক খেয়ে এক কৃষকের আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ থানার মহিপুর গ্ৰাম পঞ্চায়েতের কান্তার গ্ৰামে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম জহন টুডু(৩৮)। এদিন সকালে তাঁর বাড়ি সংলগ্ন জমি থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। এদিন বিকেলে ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে খবর, বন্যায় ফসল নষ্ট হওয়ার পর থেকে অবসাদে ভুগছিলেন ওই চাষী। ঋণ নিয়ে চার বিঘা জমিতে ধান চাষ করেছিলেন তিনি। বন্যার জলে সেই ধানের জমি নষ্ট হয়ে যায়। মৃতের স্ত্রী রাজেনা মুর্মু বলেন, চার বিঘা জমিতে তুলাইপাঞ্জি ধান চাষ করা হয়েছিল। বন্যার সময় সেই ধান নষ্ট হওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সেই কারণেই হয়তো আত্মহননের পথ বেছে নিয়েছেন ওই কৃষক। যদিও সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2A8TMbo

November 26, 2017 at 10:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top