সোনা পাচার করতে গিয়ে গ্রেফতার ২ যুবক

শিলিগুড়ি, ১৬ নভেম্বরঃ সোনা পাচার করতে গিয়ে পুলিশের জালে দুই আসামী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাজস্ব গোয়েন্দা দপ্তর অভিযান চালিয়ে এই দুজনকে গতকাল রাত ১১.৩০ নাগাদ গ্রেফতার করে। আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় তাদের।

অভিযুক্তরা হল মণিপুরের বাসিন্দা এম মনোহর এবং গৌহাটির বাসিন্দা বিরেন্দ্র রায়। গতকাল রাতে একটি গাড়ি করে কলকাতার দিকে যাচ্ছিল ওই দুই যুবক। ঘোষপুকুরের কাছে তাদের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। জেরা করলে তাদের কথায় অসংগতি লক্ষ্য করা যায়। এরপর গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৪ কিলো ৩২৮ গ্রাম সোনা। ২৪ ক্যারটের ৯৯৯.৯ শতাংশ পিওর গোল্ড। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৪ লক্ষ  ৩০ হাজার ৬৫০ টাকা।

জেরায় তারা স্বীকার করে নেয়, চীন থেকে মায়ানমার হয়ে ভারতে প্রবেশ করেছে সোনাগুলি। আইজল থেকে কলকাতায় এনে সেখানকার লোকাল মার্কেটে ছড়িয়ে দেওয়া ছিল এর উদ্দেশ্য। এর পেছনে কোনো আন্তর্জাতিক চক্র যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে। ধৃতদের পুলিশ হেপাজতে নেওয়ার চেষ্টা চলছে। তদন্তে পুলিশ।

ছবি ও সংবাদদাতাঃ রাহুল মজুমদার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yNmsCC

November 16, 2017 at 07:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top