গান নকল করার প্রতিবাদে বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

01বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: গীতিকার ফারুক মিয়ার রচিত গান নকল করার প্রতিবাদে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে গীতিকার পরিষদের নেতৃবৃন্দ। সন্ধ্যায় উপজেলা সদরের পুরানবাজারস্থ একটি রেষ্ঠুরেন্টের হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
গীতিকার ও বিশ্বনাথ গীতিকার পরিসদের সভাপতি শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর সভাপতিত্বে সভায় বক্তারা বলেছেন, একজন গীতিকারের গান নকল করে নিজের নামে পরিবেশন করা খুবই দু:খজনক ও অপরাধ। যে অপরাদের কথা চিন্তা না করে নিজের দাবি করে শিল্পীদিয়ে গান পরিবেশন করায় এরচেয়ে বড় অপরাধ আর হতে পারেনা।
বিশ্বনাথ গীতিকার পরিষদের সহ-সভাপতি বাউল ফারুক মিয়ার রচিত গানের বই প্রেম জ্বালার ২৯ নং গান নিষ্ঠুর বন্ধুরে তর মনে কি দয়া মায়া “নাইওরে’ গানটি ছাতক উপজেলার মঈনপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রহিমউদ্দিনের নামে পরিবেশন করানোর জন্য নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা জানান।
বক্তারা বলেন, রহিমউদ্দিন গীতিকার নন, তিনি অন্যের রচিত গান নিয়ে কিভাবে গীতিকার হবেন? অন্যের রচিত গান দিয়ে যদি গীতিকার হওয়া যেত তাহলে সবাই গীতিকার হতে পারত। ভবিষৎতে রহিমউদ্দিন ফারুক মিয়ার রচিত গান পরিবেশন করলে আইনের সহযোগিতা নিয়ে তার জবাব দেয়া হবে।
02বিশ্বনাথ ফেমাস লেখক ফোরাম এর সহ-সাধারণ সম্পাদক মাষ্টার মো. তৌফিক চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বাউল ফেডারেশন এর ভাইস-চেয়ারম্যান বাউল বিরহী কালা মিয়া, বিশ্বনাথ ফেমাস লেখক ফোরামের সভাপতি এখলাছুর রহমান, গীতিকার ফয়জুল হক, বাউল ভাসানী বারিক, বাউল সমুজ আলী, ইসমাইল আলী, গীতিকার আমির আলী, এন আই রিপন, রাসেল রহমান, মো. কাওছার আলী, সিরাজ মিয়া, সিরাজ আলী, সুজন মিয়া প্রমুখ। এসময় বিশ্বনাথে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্য্র মিডিয়ার সাংবাদিক বৃন্দউপস্থিত ছিলেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2inHctX

November 02, 2017 at 08:03PM
02 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top