ঢাকা, ০৭ নভেম্বর- সিনেমা ক্যারিয়ারের শুরুর দিকে পরীমণি অভিনয় করেছিলেন ইনোসেন্ট লাভ নামের একটি ছবিতে। এটি ছিল পরীর ক্যারিয়ারের চতুর্থ ছবি। আগামী ডিসেম্বরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। একই মাসে পরী অভিনীত অন্তর জ্বালা ছবিটিও মুক্তি পেতে যাচ্ছে। পরীমণি আরটিভি অনলাইনকে বলেন, ক্যারিয়ার শুরুর সময় অভিনয় করেছি ইনোসেন্ট লাভ ছবিতে। সেখানে ইনোসেন্ট, নবীন একটা মেয়েকেই দেখবেন সবাই। একই মাসে মুক্তি পাচ্ছে আমার অভিনীত অন্তর জ্বালা। এই ছবিটিতে আমাকে অভিনেত্রী হিসেবে দেখা যাবে। যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত ইনোসেন্ট লাভ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জেফ। ২০১৪ সালের শুরুর দিকে রাজধানীর উত্তরায় মহরতের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়। রমিজ উদ্দিন প্রযোজিত এ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। এর মধ্যে একটি আইটেম গানও রয়েছে। জাহিন চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটিতে পরী-জেফ ছাড়াও অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী ও কাবিলা। অন্যদিকে মালেক আফসারি পরিচালিত অন্তর জ্বালা ছবিটি মুক্তি পাবে ১৫ ডিসেম্বর। এই ছবিটিতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছেন জায়েদ খান। এ সিনেমার শুটিং হয়েছে পিরোজপুর, মংলা বন্দর, সুন্দরবনসহ দেশের বিভিন্ন স্থানে। এমএ/০৮:২০/০৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2j7JAsw
November 08, 2017 at 02:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top