মুম্বাই, ২৩ নভেম্বর- ভারতের পেসার ভুবনেশ্বর কুমার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন । আজ বৃহস্পতিবার ভুবি ও তাঁর বান্ধবী নুপূর নাগরের শুভ পরিণয়। বিয়ের জন্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভুবি। বিয়ের আগে অবশ্য সতীর্থ শিখর ধাওয়ান ট্রোল করেছেন ভুবিকে। ভুবনেশ্বর কুমার অবশ্য তা নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি। বিয়ে নিয়ে এখন ব্যস্ত তিনি। ভুবনেশ্বর কুমারের স্ত্রী নুপূর নাগর কে? কোথায় থাকেন তিনি? খবর এবেলার। নুপূরের বয়স এখন ২৬। মীরাটের গঙ্গানগরের বাসিন্দা তিনি। মীরাটের জেপি অ্যাকাডেমি থেকে স্কুলের পাঠ শেষ করে নয়ডা থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন নুপূর। গ্রেটার নয়ডার একটি বহুজাতিক সংস্থায় এখন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন ভুবির স্ত্রী। মীরাট থেকে অবশ্য গ্রেটার নয়ডায় চলে এসেছেন নুপূররা। চলতি বছরের গোড়ার দিকে ভুবি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে নূপুরকে দেখানো হয়নি। ক্যাপশন হিসেবে লেখা হয়েছিল, ডিনার ডেটের সব ছবি পরে দেওয়া হবে। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় লাইকের ঝড় ওঠে। সবাই বুঝতেই পেরেছিলেন, বাইশ গজে ব্যাটসম্যানদের চমকে দেওয়া ভুবি এ বার নিজের উইকেটটা খুইয়েছেন প্রেমের মোক্ষম ইয়র্কারে। এর ঠিক পাঁচ মাস বাদে রহস্য ফাঁস করেন স্বয়ং ভুবনেশ্বর। নিজের মনের মানুষের ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে পরিচয় করান নুপূরকে। সূত্র: বিডি২৪লাইভ আর/১৭:১৪/২৩ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Bhpe50
November 23, 2017 at 11:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top