নিজস্ব প্রতিনিধি:: মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকার সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতক মৌলভীবাজার সদর হাসপাতালের শিশুটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। শিশুটি সুস্থ আছে। উদ্ধারের পাঁচ দিন পরও তার বাবা ও মায়ের খোঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র নার্স লাভলি বেগম জানান, ‘শিশুটি বর্তমানে সুস্থ আছে। আমরা তার দেখাশোনা করছি। কেউ শিশুটিকে নিতে চাইলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালত থেকে তাকে নিতে হবে।’
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সুহেল আহমদ জানান, শিশুটি সুস্থ আছে। তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শিশুটিকে দত্তক নিতে অনেকে আবেদন করেছেন। তবে তার জন্মদাতা বাপ-মাকে খোঁজে বের করার জন্য পুলিশের একটি দল কাজ করছে।’
মৌলভীবাজার সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা.পার্থ সারথী দত্ত কাননগো বলেন, ‘উদ্ধার হওয়া মেয়ে শিশুটির এখনোও নাম রাখা হয়নি। তার বয়স ২/৩ দিন হতে পারে। তার ব্যাপারে মৌলভীবাজার শিশু আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত:- গত ২০শে নভেম্বর সোমবার সন্ধ্যায় শাহবন্দর এলাকায় সড়কের পাশে শিশুর কান্না শুনে এলাকার লোকজন কাছে গিয়ে দেখতে পান একটি নবজাতক পড়ে আছে। এরপর মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসকরা শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণের জন্য হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেছে। শিশুটির ভরণ পোষণ করছে সমাজসেবা অধিদফতর মৌলভীবাজার।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iQrQil
November 25, 2017 at 09:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন