সুরমা টাইমস ডেস্ক :: সরকারের বাধার কারণে নয়, সিপিএ সম্মেলনের কারণে বিএনপির সমাবেশ পিছিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, ‘বিএনপির এ সমাবেশে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাঁধা দেয়া হয়নি। কিন্তু বিএনপি এ নিয়ে এখন মিথ্যাচারের রাজনীতি করছে।’
মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘১৯৭৫ সালে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল পরিকল্পনাকারী জিয়াউর রহমান। তাই বিএনপির এ দেশে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না।’
হানিফ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িতদের বিচার হয়েছে কিন্তু মূল চক্রান্তকারী জিয়াউর রহমানের বিচার হয়নি। জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানাচ্ছি। এ বিচারের মাধ্যমে জাতির কাছে তার মুখোশ উন্মোচিত হওয়া দরকার।’
এসময় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি নেতারা মিথ্যাচার শুরু করেছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
তিনি আরো বলেন, ‘বিএনপি আগামী নির্বাচনকে ঘিরে এখনই নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। এ জন্য থানা-ওয়ার্ড এবং পাড়া-মহল্লার প্রতিটি নেতাকর্মীকে সব সময় সর্তক থাকতে হবে।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hOCsOo
November 08, 2017 at 01:07AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন